ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সেতুর একপাশে আ.লীগ, অন্যপাশে বিএনপি: চলছে সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
সেতুর একপাশে আ.লীগ, অন্যপাশে বিএনপি: চলছে সংঘর্ষ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলছে।  

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে আসা মিছিলকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

 সমাবেশস্থলের পাশেই একটি সেতুর দুই প্রান্ত দুই দলের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।

তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, ককটেল বিস্ফোরণ, ইট-পাটকেল নিক্ষেপের একপর্যায়ে জেলা শহরের কলেজ রোড, ইলিয়ট ব্রিজ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।  সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মীরা। তবে আহতের সংখ্যা জানা যায়নি।

অন্যদিকে, জেলা শহরের ইসলামিয়া কলেজ মাঠে বিএনপির সমাবেশ চলছে। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

 

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।