ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে গোপন বৈঠক থেকে ৩ শিবির নেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
সিলেটে গোপন বৈঠক থেকে ৩ শিবির নেতা আটক

সিলেট: সিলেট আলিয়া মাদ্রাসা থেকে গোপন বৈঠক চলাকালে ৩ শিবির নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে আলিয়া মাদ্রাসা পাঠাগারে সভার প্রস্তুতি চলাকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাহার আহমদ, আমিনুল ইসলাম ও তানভীর আহমদ। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।  

পুলিশ জানায়, এদিন সকালে আলিয়া মাদ্রাসা পাঠাগারে কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আয়োজন করে সিলেট জেলা পশ্চিম শিবির। এ খবর জানতে পেরে এসএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে তিন শিবির নেতাকে আটক করা হয়। এ সময় পলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এ সময় সম্মেলন কাজে ব্যবহৃত ডায়েরি, দুটি বই জব্দ করা হয়। পরে আটকদের হেলমেট পরিয়ে পুলিশের একটি কাভার্ড তুলে কোতোয়ালি থানায় আনা হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকদের নাম পাওয়া গেছে। তবে, তারা শিবিরের পদবিধারী কিনা, তা নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।