ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
লক্ষ্মীপুরে জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মী আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের জামায়াত-শিবিরের ২২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে জেলার পৌর এলাকা পাসপোর্ট অফিসের পেছনের একটি বাড়ি থেকে তাদের আটক করে সদর থানা পুলিশ।

তবে তাৎক্ষণিক তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।  

পুলিশ বলছে, আটককৃতরা নাশকতার উদ্দেশ্য একটি বাড়িতে জড়ো হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।