ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাজিরপুরে শ্রমিক দলের কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
নাজিরপুরে শ্রমিক দলের কমিটি গঠন ম্যাপ

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে।  

সংগঠনের জেলা কমিটির সভাপতি আব্দুস সালাম বাতেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

এতে মো. রফিকুল ইসলাম হিরুকে আহ্বায়ক ও মো. সহিদুল ইসলাম সপুকে সদস্য সচীব করা হয়েছে।  

সংগঠনের নতুন কমিটির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম হিরু বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলের দিকে ওই কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, ২৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. সাঈদুল ইসলাম সজল, সুমন খান, মো. মাঈনুল ইসলাম মিন্টু, মো. সেলিম শেখ, মো. সাইফুল ইসলাম চঞ্চল এ পাঁচ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।  

এছাড়া মো. আল আমিন খান, নিতাই বড়াল, মো. সাদেকুর রহমান শিমুল, মো. আল আমিন শেখ, মো. সাকিল আহম্মেদ খান, মো. শাহজাহান মোল্লা, মো. রেজবুল হাওলাদার, মো. জাকির খান, মো. মাহবুব খান, মো. আক্তারুজ্জামান, মো. নাজমুল ইসলাম সরদার, মো. মেরাজ আহম্মেদ, মো. মিজান খান, মো. ইব্রাহিম শরীফ, মো. সোহেল মোল্লা, মো. সাইফুল মোল্লা, হোসেন শরীফ ও পার্থ প্রতীম রায়, এ ১৮ জনকে সদস্য করা হয়েছে।  

আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য এ আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে বলে বাংলানিউজকে জানায় সংগঠনের জেলা কমিটি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।