ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরগুনায় ১৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে যুবলীগের সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
বরগুনায় ১৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে যুবলীগের সম্মেলন

বরগুনা: দীর্ঘ ১৫ বছর পর মঙ্গলবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে বরগুনা জেলা যুবলীগের সম্মেলন। এতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

দুপুর ১টায় বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে একহাজার পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। সম্মেলনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ  ও জাতীয় সংগীতের সঙ্গে দলীয় পতাকা উত্তোলন ও বেলুন ওড়ানো হয়।

এ সময় কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী-নিক্সন (ফরিদপুর-৪), সংসদ সদস্য  অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), যুবলীগ প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হালদারসহ ঢাকা এবং বরিশাল বিভাগীয় যুবলীগ ও  আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

জেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুব সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত পরবর্তী নিউজে আসছে...

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ২১ ডিসেম্বর ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।