ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

রাজনীতি

বিএনপির যুগ্মমহাসচিব সোহেল সপরিবারে করোনায় আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
বিএনপির যুগ্মমহাসচিব সোহেল সপরিবারে করোনায় আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল। একইসঙ্গে তার পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন।

 

শনিবার (৩ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল বলেন, বিএনপি নেতা সোহেলের পুরো পরিবার করোনা আক্রান্ত। তার স্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছেন। এছাড়া পরিবারের বাকি সদস্যরা বাসায় চিকিৎসা নিচ্ছেন। সুস্থতার জন্য তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

হাসপাতালে কেবিন না পাওয়ায় দুই মেয়েকে নিয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন সোহেল। তবে তার স্ত্রী কামরুন্নাহার সৃষ্টি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা ও হাবিব উন নবী খান সোহেলের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ আক্তারুজ্জামান বাচ্চু।

তিনি জানান, সম্প্রতি জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির এক কর্মসূচি শেষে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন হাবিব উন নবী খান সোহেল। এতে তার কোমরে রাবার বুলেটবিদ্ধ হয়। পরে হলি ফ্যামিলি হাসপাতালে অস্ত্রোপচার করে বুলেট বের করা হলেও প্রতিনিয়ত ড্রেসিং করতে হয়।

এদিকে স্বামীর পাশে থাকতে গিয়ে হাসপাতালে থাকাবস্থায় জ্বরে আক্রান্ত হন সোহেলের স্ত্রী সৃষ্টি। পরে পরীক্ষা করালে প্রথম তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরবর্তীতে বড় মেয়ে জান্নাতুল ইলমি সূচনা ও ছোট মেয়ে মাটিসহ হাবিব উন নবী খান সোহেলেরও করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।