ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শীতার্তদের পাশে রুহুল কবির রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
শীতার্তদের পাশে রুহুল কবির রিজভী ...

ঢাকা: রাজধানীতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (১৮ জানুয়ারি) রাত ১১টার দিকে মোহাম্মদপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহবুবুল ইসলামের বাসভবনের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।

এসময় রুহুল কবির রিজভী বলেন, আজকে মানুষ শীতে কষ্ট পাচ্ছে। দুঃখ দুর্দশার মধ্যে আছে। একদিকে করোনা ভাইরাসের আক্রমণে মানুষ মারা যাচ্ছে চিকিৎসা পাচ্ছে না। আজকে আওয়ামী লীগ কোথায়? আজকে সরকারের মন্ত্রীরা বড় বড় কথা বলছেন। কিন্তু তারা গরিব মানুষের পাশে নেই। সাধারণ মানুষের পাশে নেই। শীতার্ত মানুষের পাশে নেই।  

শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাসাসের সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল আলম, জাসাস সহ-সভাপতি শাহরিয়া ইসলাম শায়লা, লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন রতন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
এমএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।