ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জ পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী লিমন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
কিশোরগঞ্জ পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী লিমন

কিশোরগঞ্জ: আসন্ন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল গণি ঢালী লিমন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শফিকুল গণি ঢালী লিমন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করতেই আমি সরে দাঁড়িয়েছি। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী পারভেজ মিয়ার পক্ষে কাজ করবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আজিজুল হক,দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ প্রমুখ।  

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল গণি ঢালী লিমন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল ফোন প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।