ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চিনিকল বন্ধের প্রতিবাদে বাম জোটের ঝটিকা সফর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
চিনিকল বন্ধের প্রতিবাদে বাম জোটের ঝটিকা সফর

ঢাকা: রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের প্রতিবাদে রোববার (১০ জানুয়ারি) থেকে ৩ দিনের ঝটিকা সফর শুরু করবেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

শনিবার (৯ জানুয়ারি) বিকেলে বাম জোটের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করে দেওয়ার পর সরকারি নির্দেশে রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকলও বন্ধ করে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সম্পত্তি বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে বাম গণতান্ত্রিক জোট ১০-১২ জানুয়ারি ৩ দিনব্যাপী চিনিকল বন্ধের প্রতিবাদে ঝটিকা সফর আগামীকাল শুরু হবে।

এ ঝটিকা সফরে বাম জোটের নেতৃবৃন্দ কুষ্টিয়া, পাবনা, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড় জেলার সরকার কর্তৃক বন্ধ ঘোষিত ৬টি চিনিকল সফর করবেন। সফরকালে নেতৃবৃন্দ চিনিকল শ্রমিক ও আখচাষিদের সঙ্গে মতবিনিময় করবেন। সেখানে তারা গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন।

ঝটিকা সফরে বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধি দলে থাকবেন জোট সমন্বয়ক ও সিপিবি প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য ফখরুদ্দিন কবীর আতিক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনসার আলী দুলাল, ইউসিএলবি নেতা নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের নেতা দীপক রায় ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
আরকেআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।