ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আগের চেয়ে ভালো আছেন ব্যারিস্টার মওদুদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
আগের চেয়ে ভালো আছেন ব্যারিস্টার মওদুদ

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর সংবাদ সঠিক নয়। তিনি মঙ্গলবারের চেয়ে একটু ভালো আছেন।

বুধবার (৬ জানুয়ারি) বেলা পৌনে ৩টায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে জানান, ব্যারিস্টার মওদুদ আহমদ মঙ্গলবারের চেয়ে একটু ভালো আছেন।

তিনি বলেন, বুধবার দুপুর ২টা ২০মিনিটের দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে মওদুদ আহমদকে দেখে এসেছেন। তারা হাসপাতাল থেকে বের হয়ে জানিয়েছেন মঙ্গলবারের চেয়ে এখন একটু ভালো।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার দুপুরের পর থেকে বিভিন্নজন তার ছবিসহ মৃত্যু সংবাদ প্রকাশ করছে। কেউ কেউ শোক জানাচ্ছে। এটি গুজব বলে জানান শায়রুল কবির।

এর আগে অসুস্থ হয়ে পড়লে গত ২৯ ডিসেম্বর ব্যারিস্টার মওদুদ আহমদকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার তার শারিরীক অবস্থার বেশি অবনতি হয় বলে জানিয়েছিল বিএনপি।

** সিসিইউতে ব্যারিস্টার মওদুদ আহমদ

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।