ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইসির পদত্যাগ দাবিতে বামজোটের ঘেরাও কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
ইসির পদত্যাগ দাবিতে বামজোটের ঘেরাও কর্মসূচি ইসির পদত্যাগ দাবিতে বামজোটের ঘেরাও কর্মসূচি

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগের দাবিতে বামপন্থি দলগুলো ইসি সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে। বাম গণতান্ত্রিক জোটের নেতৃত্বে এ কর্মসূচিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগ চাওয়া হয়।

বুধবার (৬ জানুয়ারি) ইসি ঘেরাও কর্মসূচি শুরু করে বাম গণতান্ত্রিক জোট। তবে পুলিশি বাধায় শেরেবাংলা নগরের নিউরো সায়েন্স হাসপাতালের উল্টো দিকের সড়কেই কর্মসূচি সীমাবদ্ধ রাখতে হয়। পরে সেখানেই কর্মসূচি পালন করে তারা।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জোটের মুখ্য সমন্বয়ক কাফী রতন। নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ডিজিটাল জালিয়াতি করছে অভিযোগ তুলে তিনি বলেন, ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বর এ নির্বাচন কমিশন ভোট ডাকাতির আয়োজন করেছিল। এ নির্বাচনের মধ্য দিয়ে তৎকালীন ক্ষমতাসীন সরকারকে পুনরায় ক্ষমতায় বসার সুযোগ করে দিয়েছিল। এরপর ইভিএমের মাধ্যমে হয়েছে ডিজিটাল জালিয়াতি। সরকারের দেওয়া তালিকা এখান (ইসি) থেকে ঘোষণা দেওয়া হয়। এখানে নির্বাচনের নামে নাটক হয়, জনগণের টাকার অপচয় হয়। ’

নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে তিনি বলেন, ‘ভোট ডাকাতির নির্বাচনের আয়োজক এবং দুর্নীতিগ্রস্ত এ কমিশনের আর কোনো নির্বাচনের আয়োজন করার নৈতিকতা নেই। আজিজ কমিশনের মতোই হুদা কমিশনকেও পদত্যাগ করতে হবে। সরকার এবং এ নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই বাংলাদেশের জনগণের ওপর চেপে বসে থাকার। ’

এর পাশাপশি বক্তব্যে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করে এ কমিশনের বিরুদ্ধে তদন্ত করার দাবিও তোলেন কাফী রতন। আর সেখানেও কোনো বিচার না হলে দেশের জনগণই এ কমিশনের বিচার করবেন বলে জানান তিনি।

বাসদের কেন্দ্রীয় নেতা খালেকুজ্জামান লিপনের সভাপতিত্বে ঘেরাও কর্মসূচিতে অন্যদের মধ্যে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আকবর খান, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলামসহ বিভিন্ন বামপন্থি রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এসএইচএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।