ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়া জেলা আ’লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
কুষ্টিয়া জেলা আ’লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সভাপতি সদর উদ্দীন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার (০৩ জানুয়ারি) স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ০৭ ডিসেম্বর কুষ্টিয়া ইসলামিয়া কলেজ প্রাঙ্গণে ত্রিবার্ষিক সম্মেলনে সদর উদ্দীন খানকে সভাপতি ও আজগর আলীকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দীর্ঘ এক বছর পর রোববার (০৩ জানুয়ারি) রাতে ৭৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে চারজন নারী পদ পেয়েছেন। এছাড়া আরও দু’জন নারী সদস্য হিসেবে রয়েছেন।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান বাংলানিউজকে জানান, রোববার (০৩ জানুয়ারি) রাতে ৭৫ সদস্যে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে দলীয় কাজ আরও গতিশীল হবে বলে মনে করছি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।