ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুবলীগ নেতা জাকিরের স্ত্রী আয়শার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
যুবলীগ নেতা জাকিরের স্ত্রী আয়শার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন ...

ঢাকা: ৫ কোটি টাকার অবৈধ সম্পদ আত্মসাতের অভিযোগে যুবলীগ নেতা জাকিরের স্ত্রী আয়শা আক্তার সোমার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুদক।

সোমবার (০৪ জানুয়ারি) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৯ সালের ২৭ ডিসেম্বর সাড়ে ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা হয় জাকিরের স্ত্রী আয়েশা আক্তার সুমা ওরফে সোমার বিরুদ্ধে। সোমার নামে রাজধানীর পল্টনের ২৯৩ শতাংশ জমির ওপর ৭ তলা বাড়ি, তার আয়কর নথি পর্যালোচনায় আরও তিন কোটি ৯৫ লাখ টাকার স্থাবর সম্পদের তথ্য পায় দুদক।  

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এসএমএকে/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।