ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কমিটির দাবিতে কোটালীপাড়ায় ছাত্রলীগের গণস্বাক্ষর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
কমিটির দাবিতে কোটালীপাড়ায় ছাত্রলীগের গণস্বাক্ষর ছাত্রলীগের গণস্বাক্ষর কর্মসূচি

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।  

রোববার (০৩ জানুয়ারি) দুপুরে ওই উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।

স্থানীয় উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে নতুন কমিটির দাবিতে এ গণস্বাক্ষর নেওয়া হয়। এ গণস্বাক্ষর কর্মসূচিতে নতুন কমিটির দাবিতে শত শত নেতা-কর্মীরা স্বাক্ষর করেন। পরে সেখানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

সংবাদ সম্মেলনে নতুন কমিটির দাবি জানিয়ে পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন বলেন, নতুন কমিটির দাবিতে আমরা গণস্বাক্ষরগুলো সংগ্রহ করছি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরণাপন্ন হয়েছি। যাতে অনতিবিলম্বে কোটালীপাড়া উপজেলা, পৌর ও শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি সু-সংগঠিতভাবে করেন।

পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিউজ্জামান জামির বলেন, ২০১৫ সালে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি দেওয়া হয়। এ কমিটির নেতাদের মধ্যে কেউ ঢাকা থাকেন, কেউ বিদেশে আবার কেউ বা অসুস্থ। এছাড়া পৌর ও শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটির মেয়াদ ১ বছর হলেও দীর্ঘ ৬ বছর ধরে নতুন কমিটি দেওয়া হচ্ছে না। এতে নতুন নেতৃত্বও আসছে না। এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করে দ্রুত নতুন কমিটি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাতের দাবি।

গণস্বাক্ষর কর্মসূচিতে কোটালীপাড়া ছাত্রলীগের সহ-সভাপতি শামীম দাঁড়িয়া, রাসেল শেখ, জুয়েল মুন্সী, সাজ্জাদ সুমন, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব শেখ, সাবেক ভিপি নাজমুল সরদার চপলসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।