ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কল্যাণপার্টির শাহবাগ থানার কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
কল্যাণপার্টির শাহবাগ থানার কমিটি গঠন

ঢাকা: মো. সোহেল রানাকে সভাপতি ও মো. জসিম  উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ কল্যাণ পার্টির ঢাকা মহানগরীর শাহবাগ থানার কমিটি গঠন করা হয়েছে।

মহানগর সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ সুমনের সুপারিশক্রমের ঢাকা মহানগর সভাপতি আলী হোসাইন ফরায়েজী দুই বছরের জন্য কমিটি অনুমোদন করেছেন।



শনিবার (০২ জানুয়ারি) দুপুরে কল্যাণ পার্টির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আল-আমীন ভূইয়া রিপন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মো. গোলাম মস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌস, সহ সাংগঠনিক মো. মিনারুল ইসলাম, অর্থ সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল মতিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. অপূর্ব, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক লিজা খাতুন, সদস্য সেকান্দার আলী, মো. রাকিব, মো. রিপন মিয়া। বাকি শূন্যপদগুলো আগামী তিন মাসের মধ্যে পূরণ করার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।