ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাপার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে এরশাদ ট্রাস্ট 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
জাপার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে এরশাদ ট্রাস্ট 

ঢাকা: জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে হুসেইন মুহাম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড।  

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এরশাদ ট্রাস্টি বোর্ডের আয়োজনে ৩১ ডিসেম্বর সন্ধ্যায় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে ৩৬ পাউন্ডের কেক কাটা হবে। ১ জানুয়ারি সকাল ১০টায় প্রেসিডেন্ট পার্কে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় জাপার শীর্ষ নেতারা ছাড়াও জোট ও বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেবেন। এছাড়া ওই দিন ট্রাস্টের পক্ষ থেকে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
এসএমএকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।