ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হকারদের অভিনব পন্থা, সক্রিয় তৎপরতা পুলিশের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
হকারদের অভিনব পন্থা, সক্রিয় তৎপরতা পুলিশের

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কে ফুটপাতে পুলিশের তৎপরতায় হকারমুক্ত রাখা সম্ভব হলেও হকাররা নতুন পন্থায় ভ্রাম্যমাণ হিসেবে সড়ক দখল করে ব্যবসা করছেন। হকারদের তৎপরতা রুখতে এবার পুলিশও কঠোর অবস্থান নিয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) সকাল থেকেই হকারদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে শহরের প্রতিটি সড়কের পাশে। এছাড়া পুলিশের টহল টিম একটু পর পরই হকারদের উচ্ছেদে কাজ করেছে দিনব্যাপী।

জানা যায়, ফুটপাতে হকারদের বসতে না দেওয়া এখন তারা ভ্যানে করে ভ্রাম্যমাণ হয়ে সড়কের অর্ধেক দখল করে ব্যবসা শুরু করেছেন। এতে করে যানজট সৃষ্টিসহ নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আর পুলিশ অপতৎপরতা রুখতে এবার বেশ সক্রিয় হয়েই নেমেছে। সোমবার সকাল থেকে পুলিশের অভিযানে তাই বসতে পারেনি হকাররা। যেখানেই হকাররা অবস্থান নিয়েছে সেখানেই পুলিশ অভিযান চালিয়ে তাদের সরিয়ে দিয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, আমরা হকারদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছি। ফুটপাত বা সড়ক দখল করে অবৈধভাবে জনগণের ভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না।  

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।