ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিজয় দিবসে বিএনপিকে নিয়ে মেয়র আরিফের শোভাযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
বিজয় দিবসে বিএনপিকে নিয়ে মেয়র আরিফের শোভাযাত্রা ...

সিলেট: মহান বিজয় দিবসে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রা করেছেন দলটির কার্যনির্বাহী কমিটির সদস্য, কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
 
শোভাযাত্রা শেষে নেতাকর্মীদের নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।


 
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে নগরের কুমারপাড়া মালঞ্চ কমিউনিটি সেন্টার থেকে র‌্যালিটি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

র‌্যালির পূর্বে মালঞ্চ কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আশিক উদ্দিন আহমদ, আব্দুল মান্নান, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, নাজিম উদ্দিন লস্কর, আহমেদুর রহমান চৌধুরী মিলু, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপন, মাহবুবুল হক চৌধুরী, ইকবাল বাহার চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি আহাদ উস সামাদ, ফাত্তাহ বকসী, মোস্তাক আহমদ, আলাউর রহমান, নিজাম উদ্দিন জায়গীরদার, শ্রমিকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোরমান আলী, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, আব্দুর রকিব তুহিন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এনইউ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।