ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিজয় দিবসে বাসদের শ্রদ্ধা নিবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
বিজয় দিবসে বাসদের শ্রদ্ধা নিবেদন

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বুধবার (১৬ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ ও রাজেকুজ্জামান রতনের  নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য আহসান হাবিব বুলবুল, খালেকুজ্জামান লিপন, সৌমিত্র কুমার দাস, নাসিরউদ্দিন প্রিন্স, বাসদ সাভার থানার নেতা আহমেদ জীবন, আনিসুর রহমান প্রমুখ। এছাড়াও ভোর ৬টায় বাসদ কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।