ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিজয় পেয়েছি, তবে মুক্তি মেলেনি: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
বিজয় পেয়েছি, তবে মুক্তি মেলেনি: ফখরুল

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিজয় পেয়েছি, তবে আমাদের মুক্তি মেলেনি। আমরা মুক্তির জন্য সংগ্রাম করবো।

ইনশাল্লাহ অবশ্যই আমরা বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবো।

মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে মৌলিক স্বাধীনতাগুলো হরণ করা হয়েছে, মানুষের অধিকারগুলো হরণ করা হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে বিজয় দিবসে আমরা শপথ নিয়েছি গণতন্ত্রমুক্ত করবার জন্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য, দেশের মানুষকে মুক্তি করবার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো।

তিনি আরও বলেন, ইনশাল্লাহ অবশ্যই আমরা বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবো। বিজয় পেয়েছি, তবে মুক্তি আমাদের মেলেনি। আমরা মুক্তির জন্যই সংগ্রাম করবো।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কেন্দ্রীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।