ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা ইশরাকের বাসায় হামলার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
বিএনপি নেতা ইশরাকের বাসায় হামলার অভিযোগ

ঢাকা: বিএনপি নেতা ইশরাক হোসেন ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বাসায় কে বা কারা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৬ ডিসেম্বর) ভোররাতে ইশরাক হোসেনের গোপিবাগের বাসভবনে দৃবত্তরা হামলা করেছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব সুজন মাহমুদ।

তিনি বলেন, ভোর ৩টার দিকে গোপিবাগের দ্বিতীয় লেনের বাসভবনে হামলা করা হয়েছে। এসময় হামলাকারীরা বাসভবনের গ্লাস ভাঙচুর ও বাসভনের সামনের পোস্টার ফেস্টুন ছিড়ে ফেলে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। কে বা কারা হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি সুজন মাহমুদ।

জানতে চাইলে সুজন মাহমুদ বাংলানিউজকে বলেন, হামলার সময় ইশরাক হোসেন এ বাসায় ছিলেন না। একজন কেয়ার টেকার ছিলেন। তিনি ধারণা করছেন, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালাতে পারে। তবে হামলা কেন চালানো হয়েছে সে বিষয়টি তারা বলতে পারেননি।

ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি দলীয় মেয়রপ্রার্থী ছিলেন। তিনি আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে হেরে যান। এরপর নানা সামাজিক কাজে তাকে মাঠে দেখা যায়। করোনাকালেও দক্ষিণ সিটি এলাকার বিভিন্ন ওয়ার্ডে হতদরিদ্র মানুষকে নিয়মিত ত্রাণ সামগ্রী দেন ইশরাক হোসেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।