ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সমবেদনা জানাতে প্রয়াত বাদলের বাড়িতে খালিদ মাহমুদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
সমবেদনা জানাতে প্রয়াত বাদলের বাড়িতে খালিদ মাহমুদ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র সদ্য প্রয়াত আখতার হোসেন বাদলের পরিবারকে সমবেদনা জানাতে সৈয়দপুরে এসেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছার আগে শহরের নতুন বাবুপাড়াস্থ আখতার হোসেন বাদলের বাড়িতে যান তিনি।

এসময় তার সঙ্গে অনেকের মধ্যে ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহিদ মাহমুদ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন ও পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বাবু।

প্রতিমন্ত্রী বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সদ্য প্রয়াত রংপুর বিভাগীয় সভাপতি ও নীলফামারী জেলা সভাপতি আখতার বাদলের স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা করে খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান।

এসময় তিনি বাদলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কৃতিত্বের কথা স্মরণ করে তার অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন পরে তিনি আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা দেন।

গত ১২ ডিসেম্বর শনিবার দুপুর ১টার দিকে রংপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরের দিন সৈয়দপুর রেলওয়ে মাঠে, সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে ও শেষে গ্রামের বাড়ি নীলফামারীর সদরের বড়ুয়াহাটে তৃতীয় জানাজার পর নিজ হাতে গড়া মসজিদের পাশে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।