ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হরতাল কঠোরভাবে প্রতিহত করা হবে: হানিফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
হরতাল কঠোরভাবে প্রতিহত করা হবে: হানিফ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে রোববার রাজধানীতে হরতালের ডাক দিয়েছে বিএনপি। 

অন্যদিকে এ হরতাল কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।  

শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, পরাজয় নিশ্চিত জেনে বিএনপি হরতালের ডাক দিয়েছে।

তাদের ডাকা হরতাল কঠোরভাবে প্রতিহত করা হবে।  

শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতা ডাক দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

তিনি বলেন, আমরা এই নির্বাচন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এর প্রতিবাদে রোববার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

ঢাকাবাসী তাদের অধিকার রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হরতালে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।  

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।