ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টনে বিএনপি-আ’লীগ কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
নয়াপল্টনে বিএনপি-আ’লীগ কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর এনামুল হক আবুলের সমর্থকদের সঙ্গে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগের কাউন্সিলর এনামুল হক আবুলের সমর্থকরা মিছিল বের করলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। তখন আবুলের সমর্থকরা গলির ভেতরে প্রবেশ করে সংগঠিত হলে উভয় পক্ষের নেতাকর্মীদের  মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় উভয়পক্ষ ইটপাটকেল ছুঁড়লেও কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সন্ধ্যা সোয়া ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অফিস সহকারী শামীম হোসেন বাংলানিউজকে বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও এখন পরিস্থিতি শান্ত আছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র অনেক নেতা দলীয় কার্যালয়ের ভেতরে আছেন বলেও জানান শামীম।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুব বকর সিদ্দিক বলেন, বিএনপির অফিসের সামনে লোকজন জড়ো হয়েছিলো। তার পাশ দিয়ে আওয়ামী লীগের একটি মিছিল যাচ্ছিলো। এ সময় উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এমএইচ/এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।