ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ওবায়দুল কাদেরকে ২ দিন বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
ওবায়দুল কাদেরকে ২ দিন বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দুইদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এর আগে তাকে হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করেন তারা।

শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে কেবিনে দেওয়া হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু। বর্তমানে তিনি সুস্থ আছেন বলেও টিপু জানিয়েছেন।

এর আগে শুক্রবার (০১ জানুয়ারি) সকালে শ্বাসকষ্টের কারণে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সিসিইউতে রেখে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

এরপর শুক্রবারই চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা ভালো। রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। অন্য কোনো সমস্যা নেই। এই অবস্থায় চিকিৎসকরা তাকে ২৪ ঘণ্টার পযবেক্ষণে রাখবেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এসকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।