ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ওবায়দুল কাদের ওবায়দুল কাদের

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শ্বাসকষ্টজনিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে তিনি বিএসএমএমইউতে আসেন।

সেখানকার চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

গত রাত থেকে তার শ্বাসকষ্ট হচ্ছিলো। এটা বোঝার পর সকালে তিনি বিএসএমএমইউতে চিকিৎসা নিতে আসেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তবে শ্বাসকষ্ট ছাড়া তার অন্য কোনো সমস্যা নেই বলে জানান বিপ্লব বড়ুয়া।

বিএসএমএমইউয়ের সামনে অবস্থানরত সাংবাদিকদের কাদেরের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার (কাদের) শ্বাসকষ্ট হয়েছিল। আমরা আমাদের নেতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

এদিকে সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা হওয়ার কথা ছিল। সাধারণ সম্পাদকের অসুস্থতার কারণে সভা স্থগিত রাখা হয়েছে বলে বাংলানিউজকে জানান আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।