ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দুই সিটিতে আমাদের প্রার্থী জয়ী হবেন: এলজিইডি মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
দুই সিটিতে আমাদের প্রার্থী জয়ী হবেন: এলজিইডি মন্ত্রী

গোপালগঞ্জ: স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ। আর লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে একটি আপেক্ষিক শব্দ। লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে বিএনপির প্রার্থীরা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাচ্ছেন কীভাবে?।

তিনি বলেন, নির্বাচনে লাখ লাখ মানুষ সমাগম হবে, সেখানে ছোটো-খাটো ঘটনা ঘটতে পারে। তারপরও সরকার সজাগ আছে যাতে সিটি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আর আওয়ামী লীগের সে সক্ষমতা রয়েছে।  

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, বিএনপি বার বার গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। তারা (বিএনপি) প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করেছে। নির্বাচনেও তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তবে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হাতে যে কোনো বিশৃঙ্খলা প্রতিহত করবে।

স্থানীয় সরকারমন্ত্রী আরো বলেন, সিটি নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে দুইজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ দুই জন সবচেয়ে উত্তম প্রার্থী। তারা নির্বাচিত হলে ঢাকা শহর তিলোত্তমা নগরীতে পরিণত হবে। ঢাকা সিটিতে শিক্ষিত মানুষ বসবাস করেন। তাই আমরা আশাবাদী দুই সিটিতে আমাদের প্রার্থী জয়ী হবেন।  

এর আগে মন্ত্রী তাজুল ইসলাম বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু ও ’৭৫ এর ১৫ আগস্ট তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন।
  
এ সময় এলজিইডি’র প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুল রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী একে ফজলুল হক, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।