ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইশরাকের জন্য লিফলেট বিতরণ করে ভোট চাইলেন রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
ইশরাকের জন্য লিফলেট বিতরণ করে ভোট চাইলেন রিজভী

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে এলিফ্যান্ট রোডের কফি হাউসের সামনে থেকে হাতিরপুল কাঁচাবাজার এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির এই নেতা।

তিনি হাতিরপুল বাজার ও কাঁচা বাজার এলাকার নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করে ধানের শীষের প্রার্থীর জন্য ভোট চান।

লিফলেট বিতরণকালে বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্য নেতারা তার সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।