ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সৈয়দপুরে যাচ্ছেন শনিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সৈয়দপুরে যাচ্ছেন শনিবার ওবায়দুল কাদের/ ফাইল ফটো

নীলফামারী:  সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামী শনিবার (১১ জানুয়ারি) নীলফামারীর সৈয়দপুরে আসছেন।

ওইদিন বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে নেমে স্থানীয় ফাইভ স্টার মাঠে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন।

তিনি আগামী শনিবার সকাল ১১টায় সৈয়দপুর ফাইভ স্টার মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করবেন।

এরপর বিকেল সাড়ে ৩টায় সৈয়দপুর সড়ক ও জনপথ বাংলোয় রংপুর সড়ক জোনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সড়ক ও জনপথ (সওজ) কর্মকর্তাদের আলোচনা করবেন।

পরে বিকেলে বিমানে ঢাকা ফিরবেন বলে মন্ত্রীর একান্ত সচিব গৌতম চন্দ্র পাল স্বাক্ষরিত পত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।