ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকারি গাছ কাটার অভিযোগে যুবলীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
সরকারি গাছ কাটার অভিযোগে যুবলীগ নেতা আটক

লালমনিরহাট: অনুমোদন ছাড়া সড়কের পাশের সরকারি গাছ কাটার অভিযোগে বাদশা মিয়া (৩৮) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের সড়কের গাছ কাটার সময় তাকে আটক করা হয়।

আটক যুবলীগ নেতা বাদশা মিয়া ওই গ্রামের আকবর আলীর ছেলে এবং মহেন্দ্রনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর গ্রামে সড়কের পাশে গাছ লাগায় জেলা পরিষদ। সেই সড়কের বড় বড় পাঁচটি গাছ জেলা পরিষদের অনুমোদন ছাড়াই কেটে ফেলেন যুবলীগ নেতা বাদশা আলমসহ কয়েকজন যুবক। স্থানীয়রা গাছগুলো কাটতে নিষেধ করলেও সরকারি দলের প্রভাব দেখিয়ে একে একে পাঁচটি গাছ কেটে ফেলেন চক্রটি।  

পরে খবর পেয়ে সদর থানা পুলিশ গাছ কাটা অবস্থায় যুবলীগ নেতা বাদশা মিয়াকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। কেটে ফেলা গাছগুলো জব্দ করেছে পুলিশ।  

জেলা পরিষদের সদস্য মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লব বাংলানিউজকে বলেন, জেলা পরিষদের কোনো গাছ কাটার অনুমোদন নেই। বাদশা যুবলীগ নেতা হলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে বলেন, কাটা গাছগুলো জব্দ করা হয়েছে। আটক বাদশা মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।