ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচনে জাপার মনোনয়নপত্র বিক্রি শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
সিটি নির্বাচনে জাপার মনোনয়নপত্র বিক্রি শুরু

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়নপত্র বিক্রি শুরু করছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

 

সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তবে কাউন্সিলর পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর আগে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রোববার (২২ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই সিটিতেই ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৩১ ডিসেম্বর (মঙ্গলবার), মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ২ জানুয়ারি (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে আগামী ৫ জানুয়ারি (রোববার)। এছাড়া প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ১০ জানুয়ারি (শুক্রবার)।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এসএমএকে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।