ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাঘাইছড়ি চেয়ারম্যানের বিরুদ্ধে বসু চাকমা হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
বাঘাইছড়ি চেয়ারম্যানের বিরুদ্ধে বসু চাকমা হত্যার অভিযোগ বড়ঋষী চাকমা

রাঙামাটি: জেএসএস সংস্কার গ্রুপের কর্মী বসু চাকমা হত্যার দায়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষী চাকমার বিরুদ্ধে খুনের দায়ে অভিযোগ দায়ের হয়েছে। 

শনিবার (৫ জানুয়ারি) বিকেলে বসু চাকমার স্বজন প্রভাত কুসুম চাকমা বাদী হয়ে থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে স্থানীয় পৌরসভার কাউন্সিলর পলক চাকমার নামও রয়েছে।

তিনি বর্তমানে ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদে দায়িত্ব পালন করছেন।

এছাড়া বাঘাইছড়ি উপজেলা জেএসএস’র সভাপতি প্রভাত কুমার চাকমা ওরফে কাকলী বাবু, সাবেক এমপি ঊষাতন তালুকদারের স্থানীয় প্রতিনিধি ত্রিদীব চাকমা, আবিষ্কার চাকমা ও বিস্তার চাকমাসহ ২৭ জনের নাম উল্লেখ আছে অভিযোগে। এছাড়াও অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধেও অভিযোগ দেখানো হয়েছে।

বাঘাইছড়ি পুলিশ অভিযোগের ব্যাপারে স্বীকার করলেও অভিযুক্তদের নাম বলতে নারাজ। তবে স্থানীয় বিভিন্ন প্রশাসন সূত্রে এসব অভিযুক্তদের নাম ও তথ্য জানা গেছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মনজুরুল আলম অভিযোগ দায়েরের বিষয়টি স্বীকার করলেও অভিযুক্তদের নাম জানাতে অপরাগতা প্রকাশ করেছেন। অপরাগতার কারণ জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা জানান- নিরাপত্তার স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না। তবে থানায় মামলা রুজু হওয়ার পর পরে জানানো হবে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাবুপাড়া এলাকার মিসেস জ্যোতি চাকমার বাড়িতে জেএসএস এমএন লারমা গ্রুপের কর্মী বসু চাকমা ও তার দলবল আড্ডারত অবস্থায় একদল দুর্বৃত্ত এসে গুলি চালালে ঘটনাস্থলে বসু চাকমার মত্যৃ হয়।  

এ ঘটনার পর স্থানীয় জেএসএস (সংস্কার) সন্তু গ্রুপের নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করে আসছে জেএসএস।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।