ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সেই নারীকে দেখতে নোয়াখালীতে ফখরুল-ঐক্যফ্রন্ট নেতারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
সেই নারীকে দেখতে নোয়াখালীতে ফখরুল-ঐক্যফ্রন্ট নেতারা নোয়াখালী জেনারেল হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাংলানিউজ

নোয়াখালী:  বিরোধী একটি দলকে (ধানের শীষ) ভোট দেয়ার জেরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চরজুবলী ইউনিয়নের চরবাগ্গা গ্রামে গণধর্ষণের শিকার চার সন্তানের জননীকে দেখতে নোয়াখালী জেনারেল হাসপাতালে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর ও ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা।

শনিবার (০৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীকে দেখতে হাসপাতালের ঢুকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।  

এসময় তার সঙ্গে রয়েছেন-ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা কাদের সিদ্দিকী, আ স ম আবদুর রব, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অনেকে।

 

** সুবর্ণচরের পথে ফখরুলসহ ঐক্যফ্রন্ট নেতারা

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।