ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগ-বিএনপি সংঘর্ষ, গুলির শব্দে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
আ’লীগ-বিএনপি সংঘর্ষ, গুলির শব্দে বৃদ্ধের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় আওয়ামী লীগ-বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে হতাহতের ঘটনা না ঘটলেও পুলিশের গুলির শব্দে শহীদ মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার পর বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবর্ষণের সময় শহীদ মিয়া সরারচর পুরানবাজারে নিজের দোকানে বসা ছিলেন। তখন গুলির শব্দে আতঙ্কিত হয়ে তিনি নিচে পড়ে যান। দ্রুত তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এদিকে, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল বাংলানিউজকে জানান, বাজিতপুরের সরারচরে তার বাড়ি ঘিরে পুলিশ ব্যাপক গুলিবর্ষণ করে। এ সময় গুলির শব্দে আতঙ্কিত হয়ে সরারচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ব্যবসায়ী মো. শহীদ মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।  

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গুলির শব্দে আতঙ্কিত হয়ে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।