ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ আটক ৭৬, ৩৫ বোমা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ আটক ৭৬, ৩৫ বোমা জব্দ

ঝিনাইদহ: ঝিনাইদহের ছয় উপজেলায় বিশেষ অভিযানে সাত বিএনপি ও পাঁচ জামায়াত নেতাকর্মীসহ ৭৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ৩৫টি হাত বোমা জব্দ করা হয়।

সোমবার (২৪ ডিসেম্বর) রাত থেকে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এদের মধ্যে ঝিনাইদহ সদর থানার ২১ জন, শৈলকুপায় ৬ বিএনপি কর্মীসহ ৯, হরিণাকুণ্ডুতে ৩, কালীগঞ্জে ৫, কোটচাঁদপুরে ৫ জামায়াত ও ১ বিএনপি কর্মীসহ ১২ ও মহেশপুর থেকে ২৬ জনকে আটক করা হয়।

 

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মিলু বিশ্বাস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, রাতভর অভিযান চালিয়ে ৬ উপজেলা থেকে ৭৬ জনকে আটক করা হয়েছে। এসময় শৈলকুপা থেকে ৫টি হাত বোমা, কোটচাঁদপুর থেকে ২০টি পেট্রোল বোমা ও ১০টি হাত বোমা জব্দ করা হয়।  

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।