ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়দান ফাঁকা করতেই প্রার্থীদের ওপর হামলা: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
ময়দান ফাঁকা করতেই প্রার্থীদের ওপর হামলা: রিজভী সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান রুহুল কবির রিজভী। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভোটের ময়দান ফাঁকা করতেই ধানের শীষের প্রার্থী ও সমর্থকদের ওপর সশস্ত্র হামলা চলছে। সারাদেশে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। যারা মানুষকে নিরাপত্তা দিবে সেই আইন শৃঙ্খলা বাহিনী-ই মানুষকে নিরাপত্তাহীন করে তুলছে। তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।  

রিজভী বলেন, সোমবার (২৪ ডিসেম্বর) ছিলো সবচেয়ে ভায়োলেন্ট দিন।

আওয়ামী সন্ত্রাসীদের টেক্কা দিয়ে পুলিশ-ই সন্ত্রাসী আক্রমণে প্রাধান্যে থেকেছে। এদিন দেশের বিভিন্ন স্থানে ধানের শীষের প্রার্থীদের প্রচারণা ও সমাবেশে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে।  

‘তফসিল ঘোষণার পর সোমবার ছিল বিএনপি প্রার্থীদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দিন। হামলা করে গুলি করে বিএনপি প্রার্থীদের রক্তাক্ত করেছে আওয়ামী সন্ত্রাসী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ’

তিনি বলেন, ওইদিন (সোমবার) স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের গাড়িতে ভয়ঙ্কর হামলা করা হয়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। ড. মঈন খানের ওপর আবারও সোমবার সশস্ত্র হামলা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের ওপর আবারও হামলা করা হয়েছে।  

‘ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরির ওপর হামলা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। কিশোরগঞ্জে মেজর (অব.) আক্তারুজ্জামান ও শরীফুল আলমের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছে। ’ 

বিএনপির মুখপাত্র রিজভী বলেন, শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নূরুদ্দিন আহমেদ অপুর প্রচারণায় সশস্ত্র হামলা চালানো হয়েছে। গুরুতর আহত ও মুমূর্ষু অবস্থায় তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। শেরপুরে ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার ওপর হামলা করা হয়েছে। বরিশালে সরদার সারফুদ্দিন আহমেদ সান্টুও হামলায় আহত হয়েছেন।

‘আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুক, ফজলুল আজিম, শাহ মোয়াজ্জেম হোসেন, সেলিম রেজা হাবিব, আজহারুল ইসলাম মান্নান ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। গত এক সপ্তাহ ধরে কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী হাসিনা আহমেদ অবরুদ্ধ হয়ে আছেন। খাগড়াছড়িতে ব্রাশ-ফায়ারে মারা গেছেন দুই ব্যক্তি। গতকাল প্রায় ২৮ নির্বাচনী আসনে হামলা হয়েছে। ধানের শীষের ১৯ প্রার্থীসহ আহত হয়েছেন শতাধিক। ’

ভোটে আওয়ামী লীগের পক্ষে মাঠে কাজ করার জন্য জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সর্বস্তরের পুলিশ সদস্যদের সরকারের পক্ষ থেকে প্রচুর নগদ টাকা বিতরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।  

রিজভী বলেন, ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিটি অপারেশনাল ইউনিটে নগদ অর্থ পৌঁছানো হয়েছে। বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যদের জন্য ব্যাপক টাকা ছড়ানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এমএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।