ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুরে পুলিশের দায়ের করা নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিনগত রাত থেকে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে গাংনী থানা পুলিশ আটজন, সদর থানা পুলিশ দু’জন ও মুজিবনগর থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

এছাড়া সদর থানায় ৩৪ ধারায় একজনকে এবং তিন থানায় জিআর ও সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মেহেরপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।  

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, সরকারবিরোধী গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিকেলের মধ্যে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।