ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাবলার নির্বাচনী মঞ্চে সানজিদা-আওলাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
বাবলার নির্বাচনী মঞ্চে সানজিদা-আওলাদ বাবলার নির্বাচনী মঞ্চে সানজিদা-আওলাদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: লাঙ্গলে ভোট চাইতে ঢাকা-৪ আসনে মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলার মঞ্চে সানজিদা খানম এমপি ও ড. আওলাদ হোসেন। চির প্রতিদ্বন্দ্বী তিন নেতা একমঞ্চে ওঠায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রোববার (২৩ ডিসেম্বর) বাবলার নির্বাচনী এলাকার ৫২ নম্বর ওয়ার্ডের মুরাদপুরে জনসভায় লাঙ্গলে ভোট চান তারা।

বাবলা বলেন, দীর্ঘদিন পর জননেত্রী শেখ হাসিনার স্বার্থে শ্যামপুর কদমতলীসহ সারাদেশের উন্নয়নের স্বার্থে আমার নির্বাচনী এলাকার দু’জন জননন্দিত নেতা সানজিদা খানম ও আওলাদ সাহেব একমঞ্চে লাঙ্গলের পক্ষে ভোট চাওয়ায় ৩০ তারিখের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

সানজিদা খানম বলেন, জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করার স্বার্থে ঢাকা-৪ আসনে মহাজোটের প্রার্থী বাবলা সাহেবকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিজয় করা ছাড়া বিকল্প কোনো পথ নেই।

ড. আওলাদ তার বক্তব্যে বলেন, আমরা বাবলা সাহেবকে নয়, প্রধানমন্ত্রীর স্বার্থে লাঙ্গলে ভোট দিয়ে মহাজোটের প্রার্থীকে জয়ী করতে হবে। তিনি আওয়ামী লীগ নেতাকর্মীসহ এলাকাবাসীকে লাঙ্গলে ভোট দেওয়ার আহ্বান জানান।

ওয়ার্ড জাপার সভাপতি অ্যাডভোকেট ফারুক হোসেনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন- কদমতলী থানা সভাপতি ও স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ নাসিম মিয়া, জিল্লুর রহমান, কাজী সোহেল প্রমুখ।

বাবলাকে বিজয়ী করতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জাপাসহ মহাজোটের অন্যান্য শরীকদলের স্থানীয় নেতারা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লাঙ্গলের পক্ষে প্রচারণা শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এসই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।