ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আমরা মাঠে নামতে পারছি না: তানভীর সিদ্দিকী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
আমরা মাঠে নামতে পারছি না: তানভীর সিদ্দিকী

ঢাকা: গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকী বলেছেন, হোন্ডা, গুণ্ডা ও ডাণ্ডা নিয়ে আওয়ামী লীগের লোকজন মাঠে তৎপর। নির্বাচনের কোনো গ্যারান্টি না থাকায় আমরা প্রচারণায় নেই। আমরা মাঠে নামতে পারছি না। এখানে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু নেই। যা আছে সব অত্যাচার, নির্যাতন, হামলা আর মামলা।  

শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলে নিজের বাসভবন বলিয়াদী ম্যানশনে এক সংবাদ সম্মেলনে তানভীর সিদ্দিকী এ অভিযোগ করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের আক্রমণে আমরা মাঠে যেতে পারছি না।

আজকে ২২ ডিসেম্বর, নির্বাচনের আর মাত্র ৭ দিন বাকি। এরমধ্যেও আমরা প্রচারণায় নামতে পারছি না।  

তিনি জনতার উদ্দেশে বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের প্রচারণা চালানো সম্ভব নয়। আমরা মাঠে নামলেই মারপিট করবে। পুলিশ লাঠিসোটা দিয়ে মারে। আবার মামলা দেয় আমাদের বিরুদ্ধেই। আপনাদের সহযোগিতা না পেলে নির্বাচনে অংশ নিতে পারছি না। গাজীপুর-১ আসন থেকে কখনো কিছু করতে পারবো বলে মনে হয় না। ৷

সেনাবাহিনী মোতায়েন করলে কিছু করা সম্ভব মন্তব্য করে তানভীর সিদ্দিকী বলেন, আর্মি যদি নামে তাহলে কিছু করতে পারি। তারা নামলে নির্বাচনের ৫-৬ দিন কিছু করতে পারবো আশা করি।

ভোটারেরা ভোট দিতে ইচ্ছুক উল্লেখ করে তিনি বলেন, ধানের শীষের জন্য জনগণ প্রস্তুত। কথা হলো তারা ভোট দিতে পারবে কি-না। মাঠ আমাদের পক্ষে। ভোটের দিন মাঠে শেষ পর্যন্ত থাকবো।

আওয়ামী লীগের লোকজন নিজেদের অফিস ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা খন্দকার আব্দুস সালাম, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ভিপি ইব্রাহিম, বিএনপি নেতা আশরাফ সিদ্দিকী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এমএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।