ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাগেশ্বরীতে নৌকার পক্ষে প্রচারণায় টেলিভিশন তারকারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
নাগেশ্বরীতে নৌকার পক্ষে প্রচারণায় টেলিভিশন তারকারা প্রচারণায় টেলিভিশন তারকারা। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আছলাম হোসেন সওদাগরের জন্য ভোট চাইলেন চলচিত্র ও টেলিভিশনের তারকারা। 

শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি ফুটবল মাঠে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনী প্রচার সভায় সুখী সমৃদ্ধ দেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট চান তারা।  

প্রচারণা সভায় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য চলচ্চিত্র ও টেলিভিশন তারকা শহীদুল আলম সাচ্চু, শিরীন আলম, আশরাফ কবির, তমাল, সুজন ও কণ্ঠশিল্পী দোয়েল প্রমুখ।

 

এর আগে তারা জেলার বিভিন্ন এলাকায় নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা করেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এফইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।