ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতার ভোট প্রার্থনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতার ভোট প্রার্থনা উঠান বৈঠকে এম এ মমিন পাটওয়ারী। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: উঠান বৈঠক করে ভোট চাইলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক এম এ মমিন পাটওয়ারী।

রোববার (১১ মার্চ) রাতে তিনি রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পূর্ব বরিয়াইশ গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের সন-কীর্তন পরিদর্শন করেন। এসময় স্থানীয়দের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

মমিন পাটওয়ারী বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়।

দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

স্থানীয় জগবন্ধু সূত্রধরের সভাপতিত্বে উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন নোয়াগাঁও ইউপি প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল পাটওয়ারী, ইউপি সদস্য মেহেদী মাসুদ ভূঁইয়া, ছাত্রলীগ নেতা মার্শাল দেওয়ান, পারভেজ আলম ও সাদ্দাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এসআর/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।