ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেনীতে স্বেচ্ছাসেবক দলের ঝটিকা মিছিল, আটক ২ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
ফেনীতে স্বেচ্ছাসেবক দলের ঝটিকা মিছিল, আটক ২  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঝটিকা মিছিল

ফেনী: কেন্দ্রীয় সংসদের সভাপতি শফিউল বারী বাবুকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে ফেনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঝটিকা মিছিল বের করে। এ সময় দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১মার্চ) বিকেল ৪টায় শহরের এসএসকে সড়কে এ মিছিল বের করে তারা।  

পুলিশ জানায়, সড়কের ফায়ার সার্ভিসের সামনে থেকে মিছিলটি বের হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে দুই কর্মীকে আটক করে।  

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
  
জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের অভিযোগ, পুলিশ অন্যায়ভাবে তাদের মিছিলে হামলা করে। এ সময় সাত নেতা-কর্মী আহত হয়েছেন। এছাড়া দুই কর্মীকে আটক করা হয়েছে।  

মিছিলের নেতৃত্বে ছিলেন- ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কপিল উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল, সহ-সভাপতি শরীফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, সহ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন রাজিব, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান গনি যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মোজাম্মেল, দাগুনভূইঁয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রিন্টু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।