ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুন, গুম করে সরকারে থাকা যায় না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
খুন, গুম করে সরকারে থাকা যায় না বক্তব্য রাখছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

ব্রাহ্মণবাড়িয়া: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে। খুন, গুম করে সরকারে থাকা যায় না। থাকলে জনগণের কথা শুনতে হবে। 

বুধবার (০৭ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ঈদগাঁ মাঠে জেলা জাতীয় পার্টির উদ্যোগে তৃণমূল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টি এক এবং অন্যন্য।

আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। জনগণের উন্নয়নে কাজ করবে।

১৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে উপ-নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে। এ উপ-নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) জন্য একটি অগ্নিপরীক্ষা। রংপুরের নির্বাচন যেভাবে নিরপেক্ষ করা হয়েছে, তেমনি নাসিরনগরের উপ-নির্বাচনও নিরপেক্ষ করা হলে আগামী জাতীয় নির্বাচনে ইসি’র ওপর জনগণের আস্থা বাড়বে, যোগ করেন এরশাদ।  

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জিয়াউল হক মৃধার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মশিউর রহমান রাঙ্গা, আবুল হোসেন বাবলা এমপি, এরশাদের উপদেষ্টা কাজী মামুনুর রশিদ, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।