ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জাফর ইকবালের ওপর হামলার পৃষ্ঠপোষক বিএনপি’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
‘জাফর ইকবালের ওপর হামলার পৃষ্ঠপোষক বিএনপি’

ঢাকা: প্রখ্যাত লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটি একটি চক্রান্ত। আর এই চক্রান্তের পৃষ্ঠপোষকতা করছে বিএনপি। 

আগামী ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা উপলক্ষে রোববার (০৪ মার্চ) সকালে রাজধানীর গুলিস্তানে লিফলেট বিতরণের আগে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনা একটা চক্রান্ত, এটা সত্য। চক্রান্ত তাদের, যাদের বিএনপি পৃষ্ঠপোষকতা দিচ্ছে। কে এ ঘটনা ঘটিয়েছে, কারা কারা তাকে (হামলাকারী) দিয়ে ঘটনা ঘটিয়েছে, এই বিষয়টি ইতোমধ্যে পরিষ্কার।  

তিনি বলেন, এর নেপথ্যে যারা আছে, তাদেরও খুঁজে বের করা হচ্ছে। আক্রমণকারী যা স্বীকার করেছে, সেই অনুসারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে নেপথ্যের কালপ্রিটরাও বেরিয়ে আসবে। এ ব্যাপারে সরকার কোনো ছাড় দেবে না।

শনিবার (০৩ মার্চ) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবাল ছুরিকাঘাতে জখম হন। এ ঘটনায় ফয়জুর রহমান নামে এক যুবককে আটক করা হয়েছে।  

ওবায়দুল কাদের বলেন, ড. জাফর ইকবাল সবকিছুতে মুক্তিযুদ্ধকে ধারণ করেন। তিনি মুক্তিযুদ্ধের অবিচল সৈনিক। তার ওপর হামলা দেশের একটি অশুভ শক্তির অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অশুভ ইঙ্গিত।  

‘হামলাকারীর স্বীকারোক্তিতে যেটা আছে, হামলাকারী যাদের প্রতিনিধিত্ব করেন, তিনি নিজেই বলেছেন, জাফর ইকবাল ইসলামবিরোধী। তবে জাফর ইকবাল ইসলামবিরোধী কোনো ভূমিকা রেখেছেন বলে আমার জানা নেই। এমনকি দেশের কেউই এমন জানেন বলে আমার মনে হয় না। ’

এই হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।  

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।