ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘গঠনতন্ত্র অনুযায়ী বিএনপি দুর্নীতিবাজ দল’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
‘গঠনতন্ত্র অনুযায়ী বিএনপি দুর্নীতিবাজ দল’

ঢাকা: গঠনতন্ত্র অনুযায়ী বিএনপি একটি দুর্নীতিবাজ দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

শুক্রবার (০২ মার্চ) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈমাম-ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে এতিমের টাকা আত্মসাৎ করার কারণে জেলে গেছেন।

তিনি জেলে যাওয়ার আগে তাদের (বিএনপির) গঠনতন্ত্র পরিবর্তন করে দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজদের নেতৃত্বে থাকার সুযোগ করে দেওয়ার মাধ্যমে তারা (বিএনপি) গঠনতান্ত্রিকভাবে একটি দুর্নীতিবাজ দলে পরিণত হয়েছে।

হাছান মাহমুদ বলেন, সারা বছর তাদের ইসলামের কোনো খবর থাকে না, আলেম-ওলামাদের কোনো খবর রাখেন না। তাদের (বিএনপির) নেতা-নেত্রীও কোনো খবর রাখেন না। কিন্তু ভোটের সময় তারা (বিএনপি) কড়া মুসলমান হয়ে যান।

বৃহস্পতিবার (০১ মার্চ) মির্জা ফখরুলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, আপনারা বিষদগার না করে বরং আপনাদের গঠনতন্ত্রের সাত ধারা পরিবর্তন করে দুর্নীতিবাজদের দলের নেতৃত্বে থাকার যে সুযোগ করে দিয়েছেন এ ধারাটি পুনঃস্থাপন করে আগের জায়গায় ফিরে আসুন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সত্তর হাজারেরও বেশি মসজিদভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করেছে এবং প্রত্যেকটি মক্তবের এক একজন ইমাম সাড়ে চার হাজার টাকা ভাতা পান। কওমি মাদ্রাসার স্বীকৃতি সনদ দেওয়া হয়েছে। সরকারি খরচে প্রত্যেক উপজেলায় একটি করে মসজিদ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং প্রত্যেক জেলায়ও সরকারের উদ্যোগে একটি করে মসজিদ নির্মাণ করা হবে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এখন স্বপ্ন নয়, বাস্তবতা।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম, বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির জাতীয় নেতা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।