ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

একদিন পেছালো বিএনপির জনসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
একদিন পেছালো বিএনপির জনসভা

ঢাকা: ঘোষণার একদিন যেতে না যেতেই জনসভা পেছোনোর ঘোষণা দিলো বিএনপি। বৃহস্পতিবার (১ মার্চ) দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে ১১ মার্চ রাজধানীতে জনসভা করার ঘোষণা দেয় দলটি।

কিন্তু শুক্রবার (২ মার্চ) সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলের সিদ্ধান্তে জনসভা একদিন পেছানো হয়েছে। জনসভা হবে ১২ মার্চ (সোমবার)।

খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর পর ২২ ফেব্রুয়ারি একদফা জনসভার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত অনুমতি পায়নি বিএনপি। এবারের ঘোষণা অনুযায়ী ১২ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার প্রস্তুতি নিচ্ছে দলটির কেন্দ্রীয় কমিটি।  

এ বিষয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বাংলানিউজকে বলেন, জনসভা বাস্তবায়নে ইতোমধ্যে দলের পক্ষ থেকে প্রক্রিয়া শুরু করা হয়েছে। আর জনসভা পেছানোর ক্ষেত্রে অন্য কোনো কারণ নেই। আর ভালো প্রস্তুতির জন্যই দলের সিদ্ধান্তে একদিন পেছানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে রিজভী বলেন, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও গণপূর্ত বিভাগে চিঠি দিয়েছি। আশাকরি জনসভা সফলভাবে সম্পন্ন করতে তারা সহযোগিতা করবে। চেয়ারপারসনের মুক্তি দাবিতে ১০ মার্চ খুলনা বিভাগীয় শহরে জনসভা করবে বিভাগীয় বিএনপি।  

 

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।