ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ষড়যন্ত্র নস্যাৎ হয়ে সত্যের জয় হয়েছে: নিজাম হাজারী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
ষড়যন্ত্র নস্যাৎ হয়ে সত্যের জয় হয়েছে: নিজাম হাজারী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী আদালতের রায়কে শ্রদ্ধা ও স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, অশুভ তৎপরতা ও সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা লাভ করেছে। ষড়যন্ত্র নস্যাৎ হয়ে সত্যের জয় হয়েছে।

বৃহস্পতিবার (০১ মার্চ) দুপুরে নিজাম হাজারী সংসদ সদস্য পদে থাকার বৈধতা নিয়ে রায়ের পর বাংলানিউজকে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

রায়ের প্রতি সম্মান দেখিয়ে নিজাম হাজারী বলেন, আদালত যে রায় দিয়েছেন, আমি সে রায় মাথা পেতে নিয়েছি।

সন্ত্রাসকে প্রতিহত করে শান্তি ও উন্নয়নের ফেনী গড়তে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রায়ের পরপর নিজাম হাজারী ফেনী গার্লস ক্যাডেট কলেজ মাঠে হেলিকপ্টারে করে অবতরণ করেন। এসময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি শহরের মাস্টার পাড়াস্থ পারিবারিক কবরস্থানে তার বাবার কবর এবং তাকিয়া রোডস্থ পাগলা মিয়ার মাজার জেয়ারত করেন।

বৃহস্পতিবার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর নেতৃত্বাধীন হাইকোর্টের একক বেঞ্চে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর পদে থাকার বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে নিজাম হাজারীর পদে থাকা বৈধতা পেল বলে আইনজীবীরা জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন- ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মো. মোস্তফা, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন প্রমুখ।

‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এ প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।