ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুলাউড়ায় ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, ৬ পুলিশসহ আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
কুলাউড়ায় ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, ৬ পুলিশসহ আহত ২০

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৬ পুলিশ ও ১৪ নেতাকর্মী আহত হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে কুলাউড়া সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে রাত ১২টার দিকে ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে খেলা সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়।

এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলো- কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম, হারুন আল রশিদ, মাসুদ আলম, কনস্টেবল নাসির উদ্দিন, আফসার আহমদ ও নাসির হোসেন।

এছাড়া অন্যান্য আহতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল ও কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আল জেবুর নাম জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লস্করপুর এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের সফি আহমদ সলমান গ্রুপের সঙ্গে অপর একটি গ্রুপের বিরোধ ছিল। রোববার রাতে এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এসময় সংঘর্ষে ৬ পুলিশও আহত হয়।

কুলাউড়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহাবুবুর রহমান বাংলানিউজকে সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ৬ পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।