ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তারেকের বিচারও দেশের মাটিতেই হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
তারেকের বিচারও দেশের মাটিতেই হবে কর্মীসভায় বক্তব্য রাখছেন মাহবুব উল আলম হানিফ

মাগুরা: আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘শুধু খালেদা জিয়া নয়, তারেক রহমানকেও দেশের মাটিতে এনে বিচারের আওতায় আনা হবে। এ জন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরা শহরের নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।

বক্তব্য রাখেন-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সঈদ আল মাহমুদ স্বপন এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি, মেজর জেনারেল অব. এটিএম আব্দুল ওয়াহহাব এমপি, কামরুল লাইলা জলি এমপি, আয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফর উল্লাহ বলেন, ‘বিএনপি দোষারোপ করলেও খালেদা জিয়ার জেলে যাওয়ার ব্যাপারে বর্তমান সরকারের কোনো ভূমিকা নেই। কারণ ১০ বছর আগে এতিমের টাকা আত্মসাতের জন্য তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়ার নামে এ মামলা করেছিল। ১০ বছর ধরে আইনি প্রক্রিয়া শেষে মামলায় রায় হয়েছে। আওয়ামী লীগ প্রায় ১০ বছর ক্ষমতায় রয়েছে। সরকারের ভূমিকা থাকলে অনেক আগেই তার সাজা হতে পারতো। নানা অজুহাত তুলে আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি জামায়াতের আর অস্তিত থাকবে না।

কাজী জাফর উল্লাহ আরো বলেন, শেখ হাসিনার সরকার দেশের সব মানুষের অন্ন ও বস্ত্রের ব্যবস্থা করেছে। আগামীতে আবার ক্ষমতায় গেলে সব মানুষের বাসস্থানের ব্যবস্থা করবে। উন্নয়ন আগ্রতির স্বার্থে দেশবাসীকে আগামী নির্বাচনে নৌকার পক্ষেই থাকার আহবান জানান আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।