ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া-গাইবান্ধায় আ’লীগের প্রার্থী ফরহাদ-আফরোজা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়া-গাইবান্ধায় আ’লীগের প্রার্থী ফরহাদ-আফরোজা ফরহাদ হোসেন সংগ্রাম ও আফরোজা বারী

ঢাকা: জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের উপ-নির্বাচনে ফরহাদ হোসেন সংগ্রাম এবং গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচনে আফরোজা বারী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় উপ-নির্বাচনে এই দু’জনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।  

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও দলের সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বৈঠক শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুর সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক এবং গাইবান্ধা-১ আসনের সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতে আসন দু’টি ফাঁকা হয়। আগামী ১৩ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮ 
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।